আমার কুর্সিনামা

gnp-07-13-a031

আমার কুর্সিনামা

কাহিনীটা সম্পূর্ণ ভাবে আমার পূর্ব পুরুষের এবং সেই সাথে আমার জীবনের খানিকটা। আসলে 'আমি কে ?' তা জানানোর জন্যই কাহিনীতে  আমার উপস্থিতি
অনিবার্য ছিলো। কারণ আমি দেখেছি, অনেক নিকট আত্মীয়রাই তাদের সাথে আমার সম্পর্কের ব্যাপারে অজ্ঞ। একটা সুতোর গুলি জট পাকিয়ে গেলে যেমন অবস্থা হয়, আমাদের এই জগাখিচুড়িমার্কা পরিবারে একজনের সাথে আরেকজনের সম্পর্কও তেমনি জট পাকানো।
      পুরুষানুক্রমে যে সব কিংবদন্তী এ যাবতকাল ধরে মুখে মুখে প্রচলিত ছিলো, বর্তমানের আধুনিক ছেলে মেয়েরা সে সব আর শুনতে চায় না। আর শুনলেও বিশ্বাস করে না। বিশ্বাস করুক আর না-ই করুক, উত্তরসূরির কাছে পূর্ব পুরুষদের কাহিনী পৌঁছে দেওয়াও পূর্বসূরির একটা দায়িত্ব!
       কাহিনীটি ইন্টারনেটে দেওয়ার কারণ, পৃথিবীতে যেখানে যত আত্মীয়-স্বজন আছে, তাদের জ্ঞাতার্থে যাতে তারা বুঝতে পারে আমাদের পরিবারে কার সাথে কার কি ধরণের সম্পর্ক আর কোন সম্পত্তির কে কতোটা ভাগীদার !


Download Book
 

No comments :

Post a Comment