আর কমপ্লেক্স

gnp-02-13-a001 আমি দ্বিতীয় বারের মত উচ্চারণ করলাম,“আমি নীলাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি।” তারপর হাতের উল্টোপিঠ দিয়ে চোখের পানিটুকু মুছে নিলাম। হাতের কাছে পড়ে
থাকা পাথরটাকে ছুড়ে দিলাম পুকুরে। পুকুরে ছোট ছোট ঢেউ সৃষ্টি হল। কিন্তু আমার মনের মঝে এই মুহূর্তে যে ঢেউ সৃষ্টি হচ্ছে, তা আমাকে ভেঙ্গে ফেলতে চাচ্ছে। আমি আবারও উচ্চারণ করলাম,“আমি কিছুতেই ভেঙ্গে পড়ব না। কখনও না। আমি নীলাকে ভালোবাসি। আমি নীলাকে চাই। হোকনা সে বোবা। তবু আমি তাকে ভালোবাসি।”………….


Download Book  

No comments :

Post a Comment